ফ্রি-তে নিন Payoneer Master Card সাথে $25 ফ্রি !!!

আস্সালামু আলাইকুম,
আমরা যারা অনলাইনে ঘোরাঘুরি করি তারা কম বেশি Payoneer Master Card  কার্ডের কথা শুনেছি। আর যারা একেবারেই নতুন তারা আজ আমার এই পোস্ট থেকে জানতে পারবেন Payoneer Master Card সম্পর্কে। তাহলে চলুন…

Payoneer Master Card কি:

Payoneer Master Card হলো একটি অনলাইন পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরণের বিল পরিশোধ করতে পারবেন। এটা একধরণের  ইউ এস পেমেন্ট সার্ভিস। যা ব্যাংক অব আমেরিকা ইস্যু করে থাকে। তবে এর জন্য আপনাকে কোন ব্যাংক একাউন্ট খুলতে হবে না। আরেক কথা, Payoneer Master Card হলো ডেবিট কার্ড বা প্রিপেইড কার্ড। অর্থাৎ আপনাকে ডলার লোড করে ব্যবহার করতে হবে। আর এই লোড করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং সাইট , অাউটসোর্সিং সাইট এর ইনকাম থেকে অথবা সরাসরি নগদ অর্থ দিয়ে।

কি কি করা যায় Payoneer Master Card দিয়ে:

  • আপনার ফ্রিল্যান্সিং সাইট যেমন, ওডেস্ক, ইল্যান্স, ভিওয়ার্কার ইত্যাদি সাইট থেকে সরাসরি অর্থ উত্তোলন করা যায়।
  • আপনার আউটসোর্সিং সাইট যেমন, ক্লিকসিওর এর পেমেন্ট পেতে পারেন।
  • আপনি ইচ্ছা করলে গোড্যাডি, নেমচিপ সহ আরো অনেক সাইট থেকে ডোমেইন ক্রয় করতে পারেন।
  • ২০০ টি দেশেরে ৭০ টির মত কারেন্সি সাপোর্ট করে বিধায় আপনি বিশ্বের যেকোন এটিএম বুথ থেকে পেমেন্ট পেতে পারেন।
  • বিশ্বে কয়েক হাজার কোম্পানির পেমেন্ট নিতে পারেন এটি দিয়ে।
  • বিভিন্ন ইকমার্স সাইট থেকে কেনাকাটা করতে পারেন।
  • পেপাল একাউন্ট আগে ভেরিফাইড করা যেত। বর্তমানে যাচ্ছে না। ট্রাই করে দেখতে পারেন।
  • এবং আরো অনেক সুবিধা…

কিভাবে Payoneer Master Card এর জন্য আবেদন করবেন:

Payoneer Master Card পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনার সঠিক ঠিকানাসহ। সাথে লাগবে আপনার জাতীয় পরিচয় পত্রের অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের হাই রেস্যুলেশনে করা স্ক্যান কপি। কিভাবে আবেদন করবেন তা নিম্নে দেয়া হলো-
প্রথমে Sign Up বাটনে ক্লিক করে প্রবেশ করুন। এটা আমার এফিলিটে বা রেফারেল লিংক। কারো রেফারেলে আবেদন করলে মোটামুটি সহজে এপ্রোভড হয়। তা না হলে সহজে এ্রপ্রোভড হয় না। আর তা ছাড়া আপনি যদি আমার রেফারেলে আবেদন করেন, তাহলে আপনি আমার সহযোগীতা পাবেন-কিভাবে আবেদন এপ্রোভড করানো যায়। এছাড়াও কারো রেফারেলে আবেদন করে কার্ড পেলে আপনি এবং আমি দুজনেই ২৫ ডলার করে পাবো শর্ত সাপেক্ষে। অন্যথায় আপনি যদি ডাইরেক্ট আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তা পাবেন না। যাই হোক, ক্লিক করার পর যে পেজ পাবেন সেখানেও Sign Up বাটনে ক্লিক করে আপনার আবেদন ফর্ম পাবেন। তাহলে চলুন শুরু করা যাক… নিচের বাটনে ক্লিক করুন।
নিচের মত একটি ফর্ম পাবেন। প্রথমে আপনার পারসোনাল ডিটেইলস দিতে হবে। এখানে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং জন্ম তারিখ দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন

3 comments:

  1. অনলাইনে শপিং: আমাদের ভার্চুয়াল মাস্টারকার্ড ও প্লাস্টিক কার্ড দ্বারা অনলাইনে শপিং একদম সহজ, দ্রুত ও নিরাপদ। অনলাইন শপ গুলিতে আমাদের কার্ড ব্যবহার করতে পারবেন ২৪/৭। সবই একসাথে Q Card এর সাথে। Website: www.mastercards.co

    ReplyDelete
  2. অনলাইনে পেমেন্ট: বিশ্বের এক মিনিয়নের বেশি মার্চেন্ট সাইটে আমাদের মাস্টারকার্ড QCard ব্যবহৃত হচ্ছে। যেখানে মাস্টারকার্ড গ্রহন করে, সেখানে আমাদের কার্ড ব্যবহার করতে পারবেন। সবই একসাথে Q Card এর সাথে। Website: www.mastercards.co

    ReplyDelete