Welcome to our website

কিভাবে এনিমেশন তৈরি করতে হই জেনে নিন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, দারুণ এক সফট যা দিয়ে আপনি ঈদের এনিমেশন শুভেচ্ছা বানাতে পারবেন অতি সহজে।

প্রথমে এখান থেকে সফট টি ডাউন
লোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করুন।

তার আগে আপনি ফটোশপে ভাল জানা থাকলে আমার মত ৪টি ডিজাইন তৈরি করে রাখুন পরবর্তী আমাদের এই ছবি গুলো এনিমেশন তৈরি তে কাজে দিবে।

এবার আমাদের এনিমেশন করার পালা এনিমেশন তৈরি করতে GIMP 2 সফট টি চালু করুন।

এবার File>Open as Layers বাটনে ক্লিক করে আপনার ছবিগুলো দেখিয়ে দিন উপরের মত করে । তাহলে আমাদের ছবি গুলো লেয়ার এর মধ্যে শো করবে।

এবার আমাদের এনিমেশন তৈরি করার পালা এনিমেশন তৈরি করতে Filters> Animationএ ক্লিক করুন ।

আর এনিমেশন টি কি রকম হল তা দেখতে Filters> Animation > Playback বাটনে ক্লিক করে Play বাটনে ক্লিক করে দেখুন ।

সবশেষ Save করতে হলে File> Export As বাটনে ক্লিক করুন- তাহলে নিচের মত ১টি ডায়ালগ বক্স আসবে, নিচের মান দিয়ে Export বাটনে ক্লিক করুন । ১টি জিনিস ভাল করে খেয়াল রাখতে হবে যে এখানে Delay between frames where unsecified বক্স এ সাধারণত মান 20দেওয়া থাকে যদি মান 20 থাকে আপনি 500 করে দিন না হলে কিন্তু এনিমেশন হবে কিন্তু খুব দ্রুত হবে।

উপরের নিয়মে কাজ করা আমাদের ফাইনাল এনিমেশন টি এবার বন্ধুকে পাঠিয়ে দিন ঈদের অগ্রিম শুভেচ্ছা...

ব্লগে স্টিকি পোস্ট তৈরি করুন এখনেই


আপনার ব্লগস্পট ব্লগে স্টিকি পোস্ট তৈরি করুন


সবাইকে প্রান ভরা ভালবাসা দিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজকে আমরা দেখব কিভাবে একটি পোস্ট কে স্টিকি করা যায়।
স্টিকি পোস্ট হল পরবর্তীতে যত পোস্টই হোক না কেন, স্টিকি পোস্ট টা সবসময়ই উপরে থাকবে। অনেকের টেমপ্লেটেই ফিচার পোস্ট এর অপশনটি নেই। সেক্ষেত্রে স্টিকি পোস্টের মাদ্ধমে আপনি দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন।
যাই হোক, তাহলে শুরু করি কিভাবে আমরা একটি পোস্ট কে স্টিকি করব।

  • প্রথমে আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ডে লগিন করুন (এটা আপনাকেই করতে হবে,আমাকে কি আপনার পাসওয়ার্ড দিয়ে রেখেছেন?)
  • তারপর যেই পোস্টটি স্টিকি করতে চান, সেটির এডিট অপশনে ক্লিক করুন।
  • এডিটর প্যানেলের ডান পাশে Publish on এ ক্লিক করুন।
  • এখন আপনি একটি ক্যালেন্ডার দেখতে পাবেন।
  • এখানে আপনি কত তারিখ পর্যন্ত স্টিকি রাখতে চান সেই তারিখ বসান এবং Done এ ক্লিক করুন।
  • পোস্টটি সেভ করুন এবং সাইট ভিজিট করুন।
  • এখন থেকে আপনি যতই পোস্ট করুন না কেন, পোস্টটি আপনার দেয়া তারিখ পর্যন্ত সবার উপরে থাকবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে ভোটার হওয়া যাবে

 

ভোটার হতে নির্বাচন কমিশনে গিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। অনলাইনে ভোটার হওয়া যাবে। অনলাইনে আবেদন করে দেশের নাগরিকরা পরিচয় নিবন্ধনের সুযোগ পাবেন- এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Bangladesh National Id Cardগতকাল রবিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই আবেদন করা যাবে।ইসির এক উপ সচিব সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কম্পিউটার কাউন্সিল ও বেসিসের বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করতে যাচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনু-বিভাগ। এই কর্মশালা হতে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে কয়েক মাসের মধ্যেই অনলাইনে ভোটারদের নানা ধরনের সেবা দেয়া হবে।

জাতীয় পরিচয়পত্র নিয়ে অনলাইন সেবার মধ্যে রয়েছে: ভোটকেন্দ্রের তথ্য দেখা, নিজস্ব তথ্য দেখা, ঠিকানা পরিবর্তন, তথ্য পরিবর্তন, ভোটার এলাকা পরিবর্তন, পুনমুদ্রণের জন্য আবেদন করা ইত্যাদি। আরও থাকবে ছবি, স্বাক্ষর ও অন্যান্য পবির্তনের জন্য আবেদন নেওয়া, আবেদন ট্র্যাকিং করা, সাধারণ জিজ্ঞাসা এবঙ ফরম ডাউনলোড।

অনলাইনে নতুন ভোটার হওয়ার পদ্ধতি হলো, ইসির নিজস্ব ওয়েবসাইটে ঢুকে ভোটার যোগ্যরা নির্ধারিত ফরম (নিবন্ধন ফরম-২) এ গিয়ে তথ্য এন্ট্রি করবেন। ডাটা সংরক্ষণের পর ২ নম্বর ফরমের মতো আরও একটি ফরম তৈরি হবে। ফরম পূরণ সম্পন্ন হলে সাবমিট করতে হবে। তখন আবেদনকারীর মোবাইল ফোনে এই সংক্রান্ত এসএমএস যাবে।

ইসি সূত্রে আরও জানানো হয়, অনলাইনে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীর মোবাইল নম্বর অথবা ইমেইল ঠিকানায় অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর আবেদনকারীর বায়োমেট্রিক ফিচার নেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হবে।

জাতীয় পরিচয়পত্র প্রথমবার বিনামূল্যে সংগ্রহ করা গেলেও পরবর্তীতে নবায়ন এবং হারানোর বিষয়ে ফি দিতে হবে। নবায়নের জন্য সাধারণ ফি ধরা হয়েছে আড়াইশ’ টাকা। যা আবেদনের ৩০ দিনের মধ্যে পাওয়া সম্ভব হবে। যদি কেও জরুরি ভিত্তিতে পেতে চান তাহলে জরুরি ক্ষেত্রে দ্বিগুণ ফি অর্থাৎ ৫০০ টাকা দিয়ে এক সপ্তাহের মধ্যে এটি নবায়ন করা যাবে।

আবার পরিচয়পত্র হারালে বা নষ্ট হলে পরিচয়পত্র পেতে প্রথমবার আবেদনে ৫০০ টাকা হতে ১ হাজার টাকা। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে ১ হাজার টাকা হতে ২ হাজার টাকা এবং তার পরবর্তী যেকোনো বারের জন্য আবেদন করতে সাধারণ সময়ে ২ হাজার টাকা এবং জরুরি সময়ে ৪ হাজার টাকা পরিশোধ করতে হবে।