Learn About Graphic Design


ডিজিটাল ক্যামেরার যুগে ছবি তোলা কঠিন কিছু নয় সহজে তুলে ফেলা এসব ছবিসম্পাদনা করে আরো নিখুঁত করা যায়  


অঅ-+
গিম্প

ছবি সম্পাদনার ১০ সফটওয়্যার

'গিম্পদিয়ে ছবি সম্পাদনার পাশাপাশি ছবি আঁকা  ছবির ধরনও (ফরম্যাটপরিবর্তন করা যায় শক্তিশালী টুলসেট সুবিধার এই সফটওয়্যারে আঁকারজন্য ব্রাশপেনসিলএয়ারব্রাশগ্রেডিয়েন্টব্লেন্ডক্লোনসহ বিভিন্ন ধরনের টুল রয়েছে

এর উল্লেখযোগ্য দিক হচ্ছেফুল স্ক্রিন মুডে কাজ করার স্বাধীনতা ফলে বড় আকারে ছবি সম্পাদনার সুবিধা পাওয়া যায় সম্পাদনা শেষে ছবিগুলোকেজেপিইজিজিআইএফপিএনজিটিআইএফএফ ইত্যাদি জনপ্রিয় ফরমেটে সংরক্ষণ করা যায় গিম্পের ইন্টারফেস নিজের মতো করে সাজিয়ে ব্যবহার করাযাবে ফলে থিমের পাশাপাশি টুল বক্সে আইকনের চেহারা পরিবর্তন করা যায়

উইন্ডোজের এক্সপিভিসতা.ম্যাকের পাশাপাশি সফটওয়্যারটি মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সওে কাজ করে ১৫ মেগাবাইটের এইসফটওয়্যারটি ডাউনলোড করা যাবে www.gimp.org/downloads থেকে

পিন্টা

ছবি সম্পাদনার ১০ সফটওয়্যার

পিন্টার ইন্টারফেসের সঙ্গে মাইক্রোসফট পেইন্টের যথেষ্ট মিল রয়েছে অর্থাৎ এটির বাঁ পাশে টুলকিটলেয়ার আর ডানে হিস্টরি সুবিধা আর মধ্যে রয়েছেইমেজ নিয়ে কাজের সুযোগ নতুন ব্যবহারকারীরা সফওয়্যারটির যেকোনো টুলের ওপর মাউসের পয়েন্টার রাখলেই সে টুলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেবিস্তারিত তথ্য জানতে পারবেন এটির মেন্যু অপশনে প্রবেশ করে ইমেজ রোটেটভিউইং অপশন  নানা ধরনের ইফেক্ট ব্যবহারের সুযোগ মিলবেছবিকে আরো নিখুঁত করতে রয়েছে কালার  কার্ভ এডিটর সুবিধা ব্যবহারের সুযোগ পিন্টাতে লেয়ারসহ বিভিন্ন ইফেক্ট ব্যবহারেরও সুযোগ রয়েছেউইন্ডোজ এক্সপিভিস্তা  -এর পাশাপাশি লিনাক্স  অ্যাপলের ওএস এক্স অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যায় http://pinta-project.com/download.ashx থেকে পিন্টা ডাউনলোড করা যাবে

চাসিস ড্র আইইএস

ছবি সম্পাদনার ১০ সফটওয়্যার

সফটওয়্যারটি মূলত ড্রইংপেইন্টিংফটো এডিটর প্রোগ্রামইমেজ ভিউয়ার এডিটর  কনভার্সন টুল হিসেবে সহজেই ছবি সম্পাদনার সুযোগ দিয়েথাকে এর মূল এডিটিং প্রোগ্রামে কিছু চমৎকার ফিচার আছে যেমন লেয়ারক্লোনিং ব্রাশপেন  পাথ সিলেকশনলেভেলকার্ভস সেই সঙ্গে আছে নানারকম ইফেক্টস  ফিল্টার এটি ফটোশপের প্লাগ-ইনস ব্যবহার করতে পারে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে http://chasys-draw-ies.en.softonic.com/ সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে কার্যকর

পেইন্টডটনেট

ছবি সম্পাদনার ১০ সফটওয়্যার

পেইন্টডটনেট- এক ছবি সম্পাদনা করা অবস্থায় আরেক ছবিতে প্রবেশ করা যায় দ্রুত ছবি সম্পাদনার জন্য এতে আছে লেয়ারলেভেল  কার্ভ নামেরতিন সুবিধা কনটেক্সট মেন্যু (রাইট ক্লিকসুবিধার পাশাপাশি বেশ কিছু ফিল্টার  ইফেক্টস পাওয়া যাবে অন্য প্রতিষ্ঠানের তৈরি বেশ কিছু থার্ড পার্টিপ্লাগ ইনস ব্যবহারের সুযোগও পাওয়া যাবে গিম্পের মতোই বিভিন্ন সুবিধা থাকায়  নিয়মিত হালনাগাদ হওয়ায় ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তাপেয়েছে সফটওয়্যারটি আগের সংস্করণের বিভিন্ন ত্রুটি দূর করা হয়েছে উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে কাজ করা সফটওয়্যারটিwww.getpaint.net থেকে ডাউনলোড করা যাবে

ফটোগ্রাফিকস

ছবি সম্পাদনার ১০ সফটওয়্যার

আকার মাত্র ৩৫৬ কিলোবাইট তবু ফটোগ্রাফিকস দিয়ে ছবি সম্পাদনার প্রায় সব কাজই করা যায় ছবিতে লেয়ারলেয়ার মাস্ক  লেভেলের কাজ দ্রুতকরাও সম্ভব একই সঙ্গে ছবিকে ব্লার বা শার্প করার সুবিধাও পাওয়া যাবে চাইলে ছবিতে সোলারিস বা নাইট ভিশন আদলের ফিল্টারও ব্যবহার করাযাবে ছবিতে ভিনিয়েটস (নামপত্র), স্টেনসিলড টেক্সটরাবার স্ট্যাম্পসহ আরো বেশ কিছু ইফেক্টস ব্যবহার করা যাবে উইন্ডোজ এক্সপিভিস্তা  অপারেটিং সিস্টেমে কাজ করা সফটওয়্যারটি http://lmadhavan.com/software/fotografix/ থেকে ডাউনলোড করা যাবে

ভার্চুয়াল স্টুডিও

রাতে ছবি উঠানোর সময় আকাশে চাঁদ নেই তো কী হয়েছেভার্চুয়াল স্টুডিওর মধ্যে থাকা মুনলাইট ইফেক্ট ব্যবহার করে ঠিকই প্রিয় মুহূর্তের সে ছবিতেচাঁদের আলো ব্যবহার করা যাবে চমৎকার  সফটওয়্যারটি দিয়ে ছবির বিভিন্ন ত্রুটি দূর করা সম্ভব এর বিভিন্ন ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে পুরনোআমলের রঙিন ফিল্মের ইফেক্টনেগেটিভে রূপান্তরসহ বিভিন্ন ইফেক্ট জুড়ে দেওয়া সম্ভব এর 'ফিল্মসুবিধা কাজে লাগিয়ে ডিজিটাল ফরমেটে ধারণ করাছবিকে দেখতে পুরনো ফিল্মের মতো করা যায়  ছাড়া নির্দিষ্ট কোনো ছবিকে ক্যামেরার বিভিন্ন শাটার স্পিডে কেমন দেখাতে পারেতা- জানা যাবেসফটওয়্যারটি দিয়ে উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে কাজ করা সফটওয়্যারটি www.optikvervelabs.com থেকে ডাউনলোড করাযাবে

ফটোস্কেপ

ছবি সম্পাদনার পাশাপাশি ছবিতে বিভিন্ন ইফেক্ট ব্যবহারে জুড়ি নেই ফটোস্কেপের সফটওয়্যারটিতে বেশ কিছু ক্লিপ আর্ট এবং স্পেশাল ইফেক্ট আছেআরো আছে ভিউয়ারএডিটরব্যাচ প্রসেসরফটো কনভার্টারফটো রিনেমপ্রিন্ট লেআউটস্ক্রিন ক্যাপচারকালার পিকসহ দারুণ কিছু টুলসসফটওয়্যারটি দিয়ে অ্যানিমেটেড জিফ (নড়াচড়া করে এমনছবিও তৈরি করা সম্ভব উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিষ্টেমে কার্যকরসফটওয়্যারটি www.photoscape.org থেকে ডাউনলোড করা যাবে

ফটো-পোস-প্রো

সফটওয়্যারটির ইফেক্টস নিজের মতো করে গুছিয়ে নেওয়া যাবে সম্পাদনার জন্য আছে স্ক্রিপটিং টুল সুবিধা এই টুল ব্যবহার করে এডিটিং টাস্কগুলোকে'অটোমেটকরা যাবে অর্থাৎ একবার যে কাজ করবেন সেই কাজের ধারা সংরক্ষণ করা যাবে ফলে পরবর্তী সময়ে ছবি সম্পাদনার সময় সেটি সরাসরিছবিতে প্রয়োগ করা সম্ভব উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে সফটওয়্যারটি কার্যকর ডাউনলোড করা যাবেwww.photopos.com/Photo-Pos-Pro-Free-Photo-Editor.asp থেকে

ফটো প্লাস

আগে অর্থের বিনিময়ে ব্যবহার করতে হলেও এখন ফটো প্লাস সফটওয়্যারটির বেশ কিছু সংস্করণ বিনা মূল্যে পাওয়া যায় সীমিত সংস্করণের এসবসফটওয়্যার দিয়ে ছবি সম্পাদনার প্রায় সব কাজই করা সম্ভব ছবিকে নিখুঁত করতে আছে এক্সপোর্ট অপ্টিমাইজারটেক্সট এডিটরলেয়ার ইফেক্ট,স্পেশাল ইফেক্টরেড আই রিমুভারসহ বিভিন্ন টুলস ব্যবহারের সুযোগ সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে কাজ করেwww.serif.com/free-photo-editing-software/ থেকে ডাউনলোড করা যাবে

ফটোফিল্ট


ছবি সম্পাদনার জন্য খুবই সাধারণভাবে তৈরি করা হয়েছে ফটোফিল্ট সহজে  দ্রুত ছবি সম্পাদনার জন্য বিল্ট-ইন ইমেজ এক্সপ্লোরার ছাড়াওসফটওয়্যারটিতে রয়েছে ফাইল নেভিগেশনপেইন্টিংসহ বিভিন্ন সুবিধা এর ফটোমাস্ক টুল ব্যবহার করে ছবিতে বিভিন্ন ধরনের কালারলাইটসহ বিভিন্নইফেক্ট যোগ করা যায় উইন্ডোজ এক্সপিভিস্তা   অপারেটিং সিস্টেমে কার্যকর সফটওয়্যারটি http://photofiltre.free.fr/download^en.htmথেকে ডাউনলোড করা যাবে

0 comments:

Post a Comment