Some Free websites and softwere news without any money $

কিছু অত্যন্ত কাজের মুক্ত সফটওয়্যার


আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেকদিন পর আবার ফিরে এসেছি আপনাদের কাছে নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের মাঝে অনেকেই মুক্ত সফটওয়্যার এর সাথে পরিচিত। আবার অনেকেই পরিচিত নন। তো যারা অপরিচিত তাদের একটু পরিচয় করিয়ে দেই। মুক্ত সফটওয়্যার হল বিনামুল্যের কিছু সফটওয়্যার যেগুলোর সোর্সকোড সবার জন্য উন্মুক্ত। আমরা বিনামূল্যে এই সফটওয়্যার গুলো ব্যাবহার করতে পারি এবং চাইলে ডেভলপ করতে পারি। আমাদের খুব পরিচিত কিছু মুক্ত সফটওয়্যার হল Mozilla Firefox, VLC Media Player, 7Zip ইত্যাদি।
আমরা প্রতিদিন অনেক কাজেই নানা সফটওয়্যার ব্যবহার করি। এগুলোর মাঝে অনেক সফটওয়্যার থাকে পেইড যেগুলর ক্র্যাক করা কপি আমরা বিভিন্ন টরেন্ট সাইট থেকে পেয়ে থাকি। কোন সমস্যা ছাড়া এগুলো ব্যবহার করা গেলেও বেআইনি, পাইরেটেড সফটওয়্যার এর অনেক সমস্যাও আছে। সেগুল নিয়ে কথা বলার সময় নেই আজ। আমি আজ নিয়ে এসেছি কিছু অসাধারণ মুক্ত সফটওয়্যার।

ClamWin Antivirus - এটি একটি মুক্ত এন্টিভাইরাস সফটওয়্যার। এটি তৈরী করা হয়েছে বিখ্যাত Clam এন্টিভাইরাস ইঞ্জিন এর উপরে। আমরা অনেকেই Avast ব্যবহার করি। এভাস্ট এর সাথে তুলনায় Clam এ ফিচার কম আছে এটা সত্যি। তবে এই এন্টিভাইরাস যথেষ্ট ভাল। এটা অনেক হাল্কা, র‍্যাম, প্রসেসর এর উপরে বেশি চাপ পড়ে না। আমি নিজে এটি ব্যবহার করছি ৭ মাস থেকে। অনেক ভাল চলছে। ডেভ রা কিছুদিন পর পর ডেফিনিশন আপডেত রিলিজ করে। এই সফটওয়্যার সম্পর্কে আরও জানতে এবং ডাউনলোড করতে চলে যান তাদের ওয়েবসাইটে

Pidgin - এটি একটি চ্যাট/আই.এম সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে পৃথিবীর প্রায় সব ওয়েবসাইট একাউন্টে চ্যাট করা যায়। এই একটা সফটওয়্যার থেকে একসাথে Facebook, Skype, Hotmail, Gmail, Hangouts, Whatsapp, Linkedin, Twitter, Jabber আরও অনেক ওয়েবসাইটের একাউন্টে চ্যাট করা যায়। সবথেকে মজার বিষয় হল সব একাউন্টের জন্য একটাই ফ্রেন্ডলিস্ট দেখানো হবে। অত্যন্ত কাজের এই সফটওয়্যার টি নামিয়ে নিন তাদের ওয়েবসাইট থেকে

Libre Office - আমরা সবাই অফিস বলতে একমাত্র ঐ মাইক্রোসফট অফিস কেই বুঝি। কিন্তু সেটা ছাড়াও অফিসি স্যুট আছে। যেমন Libre Office। বিনামুল্যের এই মুক্ত সফটওয়্যারটি অনেক ফিচার রিচ। এম.এস অফিস এর সব কাজ ই করা যায় কোন সমস্যা ছাড়াই। এম.এস অফিস এর থেকে ছোট আকারের এই অফিস স্যুট আপনার ভাল লাগবে বলবে আশা করি

Handbrake – হ্যান্ডব্রেক একটি ছোট ভিডিও এনকোডার সফটওয়্যার। এর মাধ্যমে ভিডিও কে একাধিক ফরম্যাটে কনভার্ট করা যায় এবং এডভান্সড ভিডিও এনকোডিং দিয়ে ভিডিওর মান একদম ঠিক রেখে আকার কমিয়ে আনা যায়। এছাড়াও একাধিক প্রোফাইলে ভিডিও কে কনভার্ট করা যায়। বিনামূল্যে নামিয়ে নিন

UltraDefrag - ফ্র্যাগমেন্ট দূর করে পিসি কে ফাস্ট রাখার জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন অত্যন্ত জরুরি কাজ। খুব সহজে এবং কার্যকর ভাবে ডিস্ক ডিফ্রাগমেন্ট করার জন্য একটি অসাধারণ সফটওয়্যার হল আল্ট্রাদিফ্রাগ। ছোট্টো কিন্তু অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এই সফটওয়্যার দিয়ে হার্ডডিস্ককে ডিফ্রাগমেন্ট করে ও MFT অপ্টিমাইজ করে পিসি কে রাখতে পারেন নতুনের মত ফাস্ট এবং রিস্পন্সিভ। নামিয়ে নিন বিনামূল্যে
ultradefrag.sourceforge.net/

Vuze - টোরেন্ট যারা ডাউনলোড করেন তারা অনেকেই হয়তো এই সফটওয়্যার চেনেন। অসাধারণ এই টরেন্ট ক্লাইন্ট দিয়ে খুব দ্রুতগতিতে টরেন্ট ডাউনলোড করা যায়। নামিয়ে নিন নিচের ওয়েবসাইট থেকে
www.vuze.com/

SMPlayer - VLC Media Player এর সাথে তো সবাই পরিচিত। এবার পরিচিত হই SMPlayer এর সাথে। VLC এর মত এই প্লেয়ার ও অনেক ফাইল ফরম্যাট সাপোর্ট করে। তার পাশাপাশি এটি YouTube থেকে ভিডিও প্লে করতে এবং ডাউনলোড করতেও সক্ষম

GIMP – ফটোশপ এর ছোট ভাই হিসেবে গণ্য করা যেতে পারে একে। অসাধারণ এই মুক্ত সফটওয়্যারটি তে ফটোশপ এর প্ত্রায় সব ফিচার রয়েছে। অসাধারণ সহজলভ্য সব প্লাগইন ব্যবহার করে অনেক জটিল জটিল ফটো এডিটিং করা সম্ভব গিম্প এর মাধ্যমে। ফটোশপ এর বিকল্প হিসেবে নির্দ্বিধায় ব্যবহার করা যায় এটি

7zip - আমরা ওয়েবে ফাইল আপলোড করার আগে নানা কারণে ফাইল কে কম্প্রেস করি। কম্প্রেশন এর জন্য সবাই WinRAR বা Winzip এর উপর নির্ভর করে থাকে। কিন্তু অত্যন্ত উচ্চ মাত্রার কম্প্রেশন এর জন্য 7zip এর তুলনা নেই। 4gb কে খুব সহজেই 7zip দিয়ে 200mb করে ফেলা সম্ভব

Avidmeux - অসাধারণ একটি লিনিয়ার ভিডিও এডিটর হল Avidemux। খুব কম সময়ে ভিডিও কাটাকাটি, সাবটাইটেল যোগ করা ইত্যাদি কাজের জন্য এভিডমাক্স আনবিটেবল। ভিডিও এবং অডিও কোডেক কপি করে বলে খুব কম সহজেই ভিডিও/অডিও রেন্ডার করা যায় এখানে। ভিডিও থেকে শুধুমাত্র অডিও কে আলাদা করে সেভ করাও সম্ভব

Bleachbit - পিসি থেকে অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করে পিসে কে পরিষ্কার রাখার জন্য এক অসাধারণ সফটওয়্যার এই ব্লিচবিট। এটা দিয়ে পিসির সকল প্রকার অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করা যায় খুব সহজে এবং নিরাপদে। CCleaner এর বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারেন। CCleaner হল শেয়ারওয়ার আর BleachBit ফ্রিওয়ার

XDM এবং FDM- ইন্টারনেট ডাউনলোডার হিসেবে IDM কে সবাই এক নামে চেনে। কিন্তু IDM একটি পেইড সফটওয়্যার। এছাড়া IDM এ আমি বেশ কয়েকবার ফাইল করাপশন এর মুখোমুখি হয়েছি যা অত্যন্ত বিরক্তিকর। তাই IDM এর বিকল্প নিয়ে এসেছি XDM বা Xtreme Download Manager। এটি অত্যন্ত হাল্কা কিন্তু ক্ষমতাসম্পন্ন ডাউনলোডার। জাভা নির্ভর এই সফটওয়্যার পনাকে দিতে পারে অনেক দ্রুত গতির ডাউনলোড। আরও একতি মুক্ত ডাউনলোডার হল FDM বা Free Download Manager। IDM এর প্রায় সব ফিচার আছে এতে তার পাশাপাশি আছে বিল্টিন টরেন্ট ডাউনলোড সাপোর্ট। দুটো সফটওয়্যারকেই আপনি ব্যবহার করতে পারেন IDM এর বিকল্প হিসেবে

GParted – অসাধারন একটি পারটিশনিং ইউটিলিটি এই জিপারটেড। এটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক সবধরনের পারটিশন ফরম্যাট সাপোর্ট করে। খুব সহজে এর সাহায্যে হার্ডডিস্ক কে পারটিশন করার জন্য এক্ষুনি ডাউনলোড করে নিন

0 comments:

Post a Comment